খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ (ইউনিট A)
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৮টি ডিসিপ্লিনে ৪/৫ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা হলো। উল্লেখ্য যে, A ইউনিট এর পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২ অথবা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
ইংরেজি মিডিয়াম শিক্ষার্থীদের ক্ষেত্রে GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
বিভিন্ন ডিসিপ্লিনের কোর্সের মেয়াদ ও আসন সংখ্যা
ভর্তি পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষাঙ্গিক নিয়মাবলি
পত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য যারা আবেদন ফি প্রদান করবেন তাদেরকে পরীক্ষার ১ম অংশ (MCQ), ২য় অংশ (লিখিত) ও ৩য় অংশ (মুক্তহস্তে অংকন) সকল পরীক্ষা দিতে হবে।
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ICT ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এইচএসসি/সমমানের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
MCQ এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
Non Programmable Calculator ব্যবহার করা যাবে।
মেধাক্রম প্রস্তুত পদ্ধতি
MCQ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
স্থাপত্য ডিসিপ্লিনের ক্ষেত্রে মেধাক্রম MCQ, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মুক্তহস্তে অংকন-এ প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
সমান মোট নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে (বিষয়ক্রম: গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন)।
ভর্তি সংক্রান্ত তারিখসমূহ
আবেদন প্রক্রিয়া
১. অনলাইনে আবেদন করার জন্য https://apply.ku.ac.bd/ এই লিংক-এ প্রবেশ করুন এবং Apply বাটনে ক্লিক করে ধারাবাহিকভাবে Step সমূহ পূরণ করে Submit Your Application বাটনে ক্লিক করুন এবং আবেদনকারীর মোবাইলে প্রেরিত এসএমএস হতে User Name ও Password টি সংরক্ষণ করুন।
২. প্রাপ্ত User Name Password ব্যবহার করে Dashboard এ প্রবেশ করুন এবং আবেদন প্রক্রিয়া
সম্পন্ন, প্রবেশপত্র ডাউনলোড এবং ফলাফল পেতে নিম্নোক্ত কাজগুলো করুন:
Profile মেনু থেকে প্রয়োজনে আবেদনকারীর তথ্য হালনাগাদ করুন।
Application মেনু থেকে আপনার আবেদন যাচাই, বিয়োজন ও সংযোজন করুন।
Application Payment মেনু থেকে আপনার আবেদনকৃত ইউনিটের ফিস পরিশোধ করুন ও পেমেন্ট স্লিপটি সংরক্ষণ করুন।
Application সংক্রান্ত কোন সমস্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ICT Cell এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
ভর্তির নিয়মাবলি
১. ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এর নোটিশ বোর্ডসমূহে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://ku.ac.bd/ এ প্রকাশ করা হবে। প্রাথমিক ফলাফল প্রকাশের পরে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে।
২. চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে যোগ্য প্রার্থীদের ভর্তির নির্ধারিত তারিখ ও সময়ে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে ভর্তি নেয়া হবে না।
৩ ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল গ্রেডশিট/মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল সনদপত্র ভর্তির দিন অবশ্যই জমা দিতে হবে।
৪. মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।
৫. উপজাতি কোটার ক্ষেত্রে প্রার্থী কোন এলাকার বাসিন্দা এবং সে উপজাতি কি-না তার প্রমাণস্বরূপ প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি/সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সেই প্রতিষ্ঠান প্রধান/প্রথম শ্রেণির গেজেটেড অফিসার/স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা উপজাতি গোত্রের মোড়ল (চীফ) কর্তৃক প্রদত্ত এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত সনদপত্র ভর্তির সময় অবশ্যই জমা দিতে হবে।
৬. ভর্তি সম্পন্ন হওয়ার পর কোনো আসন শূন্য হলে মেধাক্রম ও Online-এ ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের ভিত্তিতে প্রযোজ্য শিক্ষার্থীদের ডিসিপ্লিন পরিবর্তন করার ক্ষমতা সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা কমিটির থাকবে, যা পরবর্তীতে শিক্ষার্থীদের অবহিত করা হবে।
৭. ভর্তিকৃত কোনো শিক্ষার্থী ১ম বর্ষ ১ম টার্মের কোর্স রেজিস্ট্রেশন শুরুর ০২ (দুই) সপ্তাহের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন না করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী ০৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে উক্ত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রমানুযায়ী ভর্তি করা হবে।
বিশেষ দ্রষ্টব্য
১ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট https://apply.ku.ac.bd/ এর মাধ্যমে আবেদনপূর্বক প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২. ভর্তি সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য ০১৮৩৩-৩১১০৬৭ মোবাইল নম্বরে অথবা ০২-৪৭৭৭৩৪২০০ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের হলসমূহে স্থানাভাবের কারণে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের হলে সিট প্রাপ্তির নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।
৩. ভর্তির অনুপযুক্ত বলে ঘোষণা করা হতে পারে। তবে নিরাময়যোগ্য সমস্যার ক্ষেত্রে ১০ (দশ) দিনের মধ্যে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে।
৪. খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নির্বাচিত প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি মেডিকেল সেন্টারের চিকিৎসক মনে করেন যে নির্বাচিত প্রার্থীর এমন কোন রোগ বা স্বাস্থ্যগত সমস্যা আছে যার ফলে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হবে না, সেক্ষেত্রে তাকে
৫. ভর্তি সংক্রান্ত নিয়মাবলির যে কোনো ধারা ও উপধারা পরিবর্তনের অধিকার ভর্তি পরীক্ষা কমিটি সংরক্ষণ করেন।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url