২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আগামী ১৫/১১/২০২৫ তারিখ দুপুর ১২:০০ টা থেকে ৩০/১১/২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন ফি
আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০/- (একশত) টাকা প্রদান করতে হবে। প্রতি ইউনিটে আবেদনকারীদের মধ্য হতে পৃথকভাবে মেধাক্রম অনুসারে প্রাথমিক বাছাইকৃত ১ম থেকে ৪০০০০-তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাই-এ নির্বাচিত হবে তাদেরকে ৭০০/- (সাতশত) টাকা চূড়ান্ত আবেদন ফি হিসাবে প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের Admit Card ডাউনলোড করতে হবে। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় এবং https://admission.jnu.ac.bd/wiki/home.jsp এই লিংক-এ পাওয়া যাবে।
ইউনিট/অনুষদ | তারিখ | ১ম শিফ্ট | ২য় শিফ্ট | ৩য় শিফ্ট |
ইউনিট-E চারুকলা অনুষদ | ০৫/১২/২০২৫ | সকাল ১০.০০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত | দুপুর ২.৩০টা হতে বিকাল ৪.০০টা পর্যন্ত | বিকাল ৫.০০টা হতে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত |
ইউনিট-D সামাজিক বিজ্ঞান অনুষদ | ০৯/০১/২০২৬ | সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত | দুপুর ১২.০০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত | বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত |
ইউনিট-B কলা ও আইন অনুষদ | ২৩/০১/২০২৬ | সকাল ১০.০০টা হতে সকাল ১১.০০টা পর্যন্ত | দুপুর ১.০০টা হতে দুপুর ২.০০টা পর্যন্ত | বিকাল ৪.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত |
ইউনিট-A বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | ১৩/১২/২০২৫ | সকাল ১০.০০টা হতে সকাল ১১.০০টা পর্যন্ত | দুপুর ১.০০টা হতে দুপুর ২.০০টা পর্যন্ত | বিকাল ৪.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত |
ইউনিট-C বিজনেস স্টাডিজ অনুষদ | ২৬/১২/২০২৫ | সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত | দুপুর ১২.০০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত | বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা |
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে (https://admission.jnu.ac.bd) আবেদন আহ্বান করছে।
২. আবেদনের যোগ্যতা:
ক) যে সকল শিক্ষার্থী ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
ইউনিট/অনুষদ | যে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
ইউনিট-A (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) | বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) | এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর কম নয়। |
ইউনিট-B (কলা ও আইন অনুষদ) | সকল শাখা | এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম নয়। |
ইউনিট-C (বিজনেস স্টাডিজ অনুষদ) | সকল শাখা | এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম নয়। |
ইউনিট-D (সামাজিক বিজ্ঞান অনুষদ) | সকল শাখা | এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম নয়। |
ইউনিট-E (চারুকলা অনুষদ) | সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। | এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর কম নয়। |
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ইংরেজি মাধ্যম অথবা বিদেশ থেকে এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে তাদের আবেদনের গ্রহণযোগ্যতা তুল্যতা (Equivalence) সাপেক্ষে নির্ধারিত হবে। তুল্যতা (Equivalence) সার্টিফিকেট-এর জন্য বিশ্ববিদ্যালয়ের admission ওয়েবসাইট থেকে https://admission.jnu.ac.bd/equivalences/apply- এই লিংকে প্রবেশ করতে হবে। ইংরেজি মাধ্যম "O" লেভেলে ৫টি এবং "A" লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। "O" লেভেলে ৫টি এবং "A" লেভেলে ২টি অর্থাৎ মোট সাতটি (৫+২) বিষয়ের মধ্যে যথাক্রমে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। ইউনিট-A, B, C ও D-এর পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা। তবে ইউনিট-E-এর পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
পরীক্ষা | নম্বর |
বহুনির্বাচনী | ২৪ |
লিখিত পরীক্ষা | ৪৮ |
SSC থেকে | ১২ |
HSC থেকে | ১৬ |
মোট= | ১০০ |
বি. দ্র.: (১) ইউনিট B-এর অর্ন্তভুক্ত সংগীত ও নাট্যকলা এবং ইউনিট D-এর অর্ন্তভুক্ত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ-এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে ৫০ নম্বর-এর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর পেতে হবে। বহুনির্বাচনী, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষার জন্য নির্দিষ্ট হারে ফি প্রযোজ্য হবে। ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচী পরবর্তীতে https://admission.jnu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ইউনিট E-এর ৪৮ নম্বরের লিখিত পরীক্ষার পরিবর্তে ৪৮ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
ভর্তি পরীক্ষার বিষয়গুলো
ইউনিট | পরীক্ষার বিষয় |
ইউনিট-A বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ | i. পদার্থবিজ্ঞান ii.রসায়ন iii. গণিত অথবা জীববিজ্ঞান |
ইউনিট-B কলা ও আইন অনুষদ | i. বাংলা ii. ইংরেজি iii. সাধারণ জ্ঞান |
ইউনিট-C বিজনেস স্টাডিজ অনুষদ | বাণিজ্য শাখা | অন্যান্য শাখা |
i. ইংরেজি ii. গাণিতিক বুদ্ধিমত্তা iii. হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ। | i. ইংরেজি ii. গাণিতিক বুদ্ধিমত্তা iii. সাধারণ জ্ঞান |
ইউনিট-D সামাজিক বিজ্ঞান অনুষদ | 1. বাংলা ii. ইংরেজি iii. গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান |
ইউনিট-E চারুকলা অনুষদ
| i. বাংলা ii. ইংরেজি iii. সাধারণ জ্ঞান iv. ড্রইং |
নোট: উপরোল্লিখিত ইউনিটসমূহে প্রত্যেক বিষয়ে পরীক্ষার নম্বর সমান থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
ইউনিট-A (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ)
বিভাগ | মোট আসন | উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন লেটার গ্রেড এবং শর্তাবলি |
রসায়ন | ৮০ | রসায়ন A-, গণিত B এবং পদার্থবিজ্ঞান B |
গণিত | ৮০ | গণিত A-, "এ"-লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে B ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে ৩০% নম্বর পেতে হবে। |
পদার্থবিজ্ঞান | ৮০ | পদার্থবিজ্ঞান A এবং গণিত A |
পরিসংখ্যান | ৮০ | গণিত A-, "এ"-লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে C |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৮০ | সকল বিষয়ে A |
উদ্ভিদবিজ্ঞান | ৮০ | জীববিজ্ঞান B এবং রসায়ন B |
ভূগোল ও পরিবেশ | ৮০ | প্রযোজ্য নয় |
মনোবিজ্ঞান | ৮০ | প্রযোজ্য নয় |
প্রাণিবিদ্যা | ৮০ | জীববিজ্ঞান B |
অণুজীব বিজ্ঞান | ৪৫ | জীববিজ্ঞান A+, রসায়ন A, পদার্থবিজ্ঞান A এবং ইংরেজি A |
ফার্মেসী | ৫০ | রসায়ন A, জীববিজ্ঞান A, গণিত A এবং ইংরেজি A |
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান | ৪০ | রসায়ন A+, জীববিজ্ঞান A+, গণিত A, পদার্থবিজ্ঞান A এবং ইংরেজি A |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি | ২৫ | রসায়ন A+, জীববিজ্ঞান A+, ইংরেজি A এবং পদার্থবিজ্ঞান A |
মোট= | ৮৬০ |
ইউনিট-B (কলা ও আইন অনুষদ)
বিভাগ/ইনস্টিটিউট | মানবিক | বিজ্ঞান | বাণিজ্য | সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন লেটার গ্রেড এবং শর্তাবলি |
বাংলা | ৬০ | ১০ | ১০ | বাংলা B |
ইংরেজি | ৪০ | ২৫ | ১৫ | ইংরেজি A ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
|
ইতিহাস | ৭০ | ১০ | - | প্রযোজ্য নয় |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ৭৫ | ৫ | - |
ইসলামিক স্টাডিজ | ৭০ | ১০ | - |
দর্শন | ৭৫ | ৫ | - |
সংগীত | ১৩ | ১৩ | ১৩ |
নাট্যকলা | ১২ | ১২ | ১২ |
এডুকেশন (আইইআর) | ২৫ | ১৫ | ১০ | বাংলা ও ইংরেজি B |
ইংলিশ ল্যাংগুয়েজ (আইএমএল) | ২০ | ১০ | ১০ | বাংলা B, ইংরেজি A |
আইন | ৩০ | ৩০ | ২০ | বাংলা ও ইংরেজি A- |
ভূমি ব্যবস্থাপনা ও আইন | ৪০ | ১০ |
|
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url