নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে
নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন
ভর্তির আবেদন ফরম পূরণ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ২৯শে জুলাই দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ৭ই আগস্ট দুপুর ১২:০০টা পর্যন্ত সরাসরি নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য ৪০০/- bKash এর মাধ্যমে পাঠাতে হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে।
ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 'O' Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.25, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৮১০, ইংরেজি ভার্সন-৩২০, মানবিক বিভাগ-৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।
ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত যাচাই বাছাই
আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ-ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। এসএসসি-তে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) Facebook page (NDC Learning)-এ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ
এসএসসি'র সিলেবাস-২০২৫ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।পরীক্ষাসংক্রান্ত তথ্য পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের কাগজপত্র
ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ০৯/০৯/২০২৫ তারিখ হতে ১১/০৯/২০২৫ তারিখে প্রতিষ্ঠানে নিম্নেবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে:
১। অনলাইন ভর্তি ফরম ও ভর্তি ফি জমা রশিদের প্রিন্ট কপি।
২। এসএসসির রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশ পত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং যে প্রতিষ্ঠান হতে পাশ করেছে সে প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি।
৩। শিক্ষার্থী, পিতা ও মাতার সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি করে রঙ্গিন ছবি।
৪। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
৫। পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
শিক্ষার্থীদের ইউনিফর্ম সম্পর্কিত তথ্য
শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণে ইউনিফর্ম বাধ্যতামূলক বিধায় নির্ধারিত সময়ের মধ্যে ইউনিফর্ম তৈরি করতে হবে। ইউনিফর্মের ভিন্নতা এড়াতে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবন্ধ টেইলর থেকে তৈরি ইউনিফর্ম সংগ্রহ করা যাবে। হেল্প লাইন নম্বর: ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৭১০০৩৬৮৭১ (সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত)।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url