চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফি সহ) ১০০০/- (এক হাজার) টাকা মাত্র। ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত 'অনলাইনে আবেদন প্রক্রিয়া' অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ০১-০১-২০২৬ তারিখ সকাল ১১.০০ টা থেকে ১৫-০১-২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে করা যাবে। ০১-০১-২০২৬ তারিখ সকাল ১১.০০ টা থেকে ১৮-০১-২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/ আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট/উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/
GCE (O Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশী সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে যে সকল আবেদনকারী ২০২২ বা ২০২৩ সালের জিসিই 'ও' লেভেল পরীক্ষায় এবং ২০২৪ বা ২০২৫ সালের জিসিই 'এ' লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। এক্ষেত্রে সমতা নিরূপন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা মাত্র পরিশোধ করে সমতা সনদ গ্রহনের প্রক্রিয়া ০১-০১-২০২৬ থেকে ১২-০১-২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। সমতা নির্ধারন সম্পন্ন হয়ে যোগ্য বিবেচিত হলে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করে যথানিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ পাওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ডি ইউনিট
ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতে ঘোষিত কেন্দ্র/কেন্দ্রসমূহে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোন্ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির গুরুত্বপূর্ণ তারিখসমূহ তারিখ
০১-০১-২০২৬ থেকে ২৬-০১-২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধন (প্রযোজ্য ক্ষেত্রে) করা যাবে। অনলাইনে ভর্তির আবেদনপত্রে ও পরবর্তীতে যেকোনো প্রকার সংশোধনী (প্রতিবার) বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি (প্রতিবার) নেয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০/- (তিনশত) টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে পাওয়া যাবে। ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখ নেই এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়/হেল্প ডেস্ক/হটলাইনের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো নিয়ম-নীতি পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, সংযোজন ও বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ/ ডাউনলোডের সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি : এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৪.২.২০২৬ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে '২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি'র ৭ম সভার বিবিধ ১৪নং সিদ্ধান্তক্রমে-২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ/ডাউনলোডের সময়সীমা নিম্নরূপে নির্ধারণ করা হলো:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সময়সীমা
বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।
এম. ফিল ও পিএইচ. ডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
এ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটসমূহ এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এম.ফিল/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চ.বি. ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে এম.ফিল ও পিএইচ.ডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ (সাতশত) টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ (পাঁচশত) টাকার অগ্রণী/জনতা ব্যাংকের যে কোন শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন ফরম ২১/১১/২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দেয়া যাবে। অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এম.ফিল/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd অথবা প্রশাসনিক ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা হতে জানা যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url