সিলেট শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ইতোমধ্যে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির তোড়জোড়। গত আগস্টের ১০ তারিখ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে।  কাঙ্খিত মানসম্পন্ন কলেজে ভর্তি নিয়ে শঙ্কায় আছেন ভালো ফল অর্জনকারী অনেক শিক্ষার্থী।

সিলেট-শহরের-বিভিন্ন-কলেজে-ভর্তি-মার্কস-আসন-সংখ্যাচলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট বোর্ডে পাস করেছেন ৮৩ হাজার ৩০৬ জন। এরমধ্যে জিপিএ-৫.০০ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন। গেল ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তি নিয়ে অনিশ্চয়তা না থাকলেও ‘ভালো’ কলেজে সুযোগ পাওয়া নিয়েই রীতিমতো দুশ্চিন্তায় আছেন পরীক্ষায় ভালো ফল অর্জনকারী অনেক শিক্ষার্থী ও অভিভাবক।

পেজ সূচিপত্রঃ সিলেট শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা সম্পর্কে জানুন

সিলেট শহরের মোট কলেজ সংখ্যা

সিলেট শহরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কলেজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কলেজ হলো: মুরারি চাঁদ কলেজ (এম.সি. কলেজ), মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ এবং সিলেট ক্যাডেট কলেজ। এছাড়াও, সিলেট শহরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর মত বিশেষায়িত কলেজও রয়েছে। নিম্নে কলেজের নাম গুলো দেওয়া হল- 

  • এম.সি কলেজ
  • সিলেট সরকারি মহিলা কলেজ
  • সিলেট সরকারি কলেজ
  • শাহপরাণ সরকারি কলেজ
  • সরকারি অগ্রগামী গালর্স হাইস্কুল ও কলেজ
  • সরকারি মদন মোহন কলেজ
  • দক্ষিণ সুরমা সরকারি কলেজ
  • জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
  • স্কলার্সহোম, শাহী ঈদগাহ
  • স্কলার্সহোম গার্লস কলেজ, পাঠানটুলা
  • স্কলার্সহোম মেজরটিলা কলেজ, মেজরটিলা
  • বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ
  • সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
  • বু-বার্ড স্কুল এন্ড কলেজ
  • সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
  • উইমেন্স মডেল কলেজ, মানিকপীর রোড
  • সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মীরের ময়দান
  • মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, শামীমাবাদ
  • শাহজালাল জামেয়া ই. স্কুল ও কলেজ, মিরাবাজার
  • ইউনিভার্সাল কলেজ, চৌহাট্টা
  • জালালাবাদ কলেজ, সোবহানীঘাট
  • শাহজালাল সিটি কলেজ, উপশহর
  • আম্বরখানা মহিলা কলেজ
  • সিলেট কমার্স কলেজ, মীরের ময়দান
  • শাহ খুররম কলেজ, তেমুখী
  • নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, সুরমা
  • শাহজালাল ইউনিভার্সিটি স্কুল ও কলেজ
  • সার্ক ইন্টার, স্কুল এন্ড কলেজ, রায়নগর

সিলেট শহরের  বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা

কলেজের নাম

বিজ্ঞান

মানবিক

বাণিজ্য

আসন

এম.সি কলেজ

৫.০০

নাই

নাই

১৫০

সিলেট সরকারি মহিলা কলেজ

৫.০০

৪.০০

নাই

২০০

সিলেট সরকারি কলেজ

৪.৩০

৩.৩০

৩.৩০

২৫০

শাহপরাণ সরকারি কলেজ

৪.০০

৩.০০

৩.০০

১২০

সরকারি অগ্রগামী গালর্স হাইস্কুল ও কলেজ

৪.০০

নাই

৩.৫০

২০০

সরকারি মদন মোহন কলেজ

৩.৫০

৩.০০

৩.০০

১৫০

দক্ষিণ সুরমা সরকারি কলেজ

৪.০০

৩.৫০

৩.২৫

২০০

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

৫.০০

৩.৭২

৩.৭২

২৫০

স্কলার্সহোম, শাহী ঈদগাহ

৫.০০

নাই

নাই

১২০

স্কলার্সহোম গার্লস কলেজ, পাঠানটুলা

৪.৫০

৩.৫০

নাই

২০০

স্কলার্সহোম মেজরটিলা কলেজ, মেজরটিলা

৪.৫০

৩.২০

৩.২০

১৫০

বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজ

৪.৫০

২.৫০

২.০০

২০০

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

৪.৭৫

৩.০০

৩.০০

২৫০

বু-বার্ড স্কুল এন্ড কলেজ

৪.০০

৩.০০

৩.০০

১২০

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

৪.২০

৩.২০

৩.২০

২০০

উইমেন্স মডেল কলেজ, মানিকপীর রোড

৩.৩০

২.০০

২.৫০

১৫০

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মীরের ময়দান

৪.০০

নাই

নাই

২০০

মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, শামীমাবাদ

৩.৫০

৩.০০

২.৫০

২৫০

শাহজালাল জামেয়া ই. স্কুল ও কলেজ, মিরাবাজার

৪.০০

৩.০০

২.০০

১২০

ইউনিভার্সাল কলেজ, চৌহাট্টা

৩.০০

২.০০

১.০০

২০০

জালালাবাদ কলেজ, সোবহানীঘাট

৪.০০

৩.০০

৩.০০

১৫০

শাহজালাল সিটি কলেজ, উপশহর

৩.০০

২.৫০

২.৫০

২০০

আম্বরখানা মহিলা কলেজ

২.৫০

২.০০

২.০০

২৫০

সিলেট কমার্স কলেজ, মীরের ময়দান

৩.৫০

নাই

২.৫০

১২০

শাহ খুররম কলেজ, তেমুখী

৩.০০

২.০০

২.০০

২০০

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, সুরমা

২.০০

২.০০

২.০০

১৫০

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল ও কলেজ

৩.০০

২.৫০

নাই

২০০

সার্ক ইন্টার, স্কুল এন্ড কলেজ, রায়নগর

২.৫০

২.০০

২.০০

২৫০

ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

একাদশ শ্রেণীতে ভর্তি ও ফি

কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।


ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে যে পরিমাণ কি গ্রহণ করবে তা নিম্নে দেয়া হলো:

ক্রমিক

বিবরণ

পরিমাণ

রেজিস্ট্রেশন ফি

১৪২/-

ক্রীড়া ফি

৫০/-

রোভার/রেঞ্জার ফি

১৫/-

রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০% = ১৬/-টাকা)

১৬/-

বিজ্ঞান ও প্রযুক্তি ফি

৭/-

বি.এন.সি.সি. ফি

৫/-

শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি

১০০/-


মোট=

৩৩৫/-


শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে।


ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই।


কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত উল্লিখিত ফি এর বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি'র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url