ঢাকা শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা ২০২৪-২০২৫
বাংলাদেশের শিক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর তাই দেশের মাঝে নামিদামি স্কুল কলেজ গুলো এই ঢাকাতে অবস্থিত। আর স্বাভাবিকভাবে সকলের লক্ষ্য থাকে ঢাকার কোন ভালো কলেজে ভর্তি হওয়া যায়।
তাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমরা অনেকেই জানতে পারি না যে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে দেখবো ঢাকার বিভিন্ন কলের সমূহ এবং কোন কলেজে ভর্তি হতে বা আবেদন করতে কত পয়েন্ট লাগে।
পেজ সূচিপত্রঃ ঢাকা শহরের বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানুন
- ঢাকার মোট কলেজ সংখ্যা
- ঢাকা শহরে বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা
- ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন
- একাদশ শ্রেণীতে ভর্তি ও ফি
ঢাকার মোট কলেজ সংখ্যা
ঢাকা শহরে অনেক সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ। এছাড়া, আরও অনেক বেসরকারি কলেজ রয়েছে, যেমন: ঢাকা সিটি কলেজ, মহানগর কলেজ (বাড্ডা), কোয়ালিটি এডুকেশন কলেজ, রাজধানী আইডিয়াল কলেজ, এবং মির্জা আব্বাস মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা
- কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা
- সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা
- বিএএফ শাহীন কলেজ, ঢাকা
- সবুজবাগ সরকারি কলেজ, ঢাকা
- ঢাকা কমার্স কলেজ, ঢাকা
- সরকারি বঙ্গবন্ধু কলেজ, ঢাকা
- মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা
- ঢাকা উদ্যান সরকারি কলেজ, ঢাকা
- সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
- লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
- আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ,
- ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা
- ঢাকা কলেজ
- কমলাপুর স্কুল এন্ড কলেজের
- ধামরাই সরকারি কলেজ, ঢাকা
ঢাকা শহরে বিভিন্ন কলেজে ভর্তি মার্কস ও আসন সংখ্যা
ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন
শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা: www.xiclassadmission.gov.bd। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
একাদশ শ্রেণীতে ভর্তি ও ফি
কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে। বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০/- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে।
ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বিজ্ঞান গ্রুপে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই।
কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত উল্লিখিত ফি এর বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি'র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url