হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

 HSTU দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সমন্বয়ে তরুণ প্রজন্মকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলছে। কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য, ভেটেরিনারি, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদে পড়ার সুযোগ রয়েছে। আবেদন ০৯/০২/২০২৫ তারিখ হতে ০৬/০৩/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে (Online)-এ আবেদন করা যাবে।ভর্তি পরীক্ষার ফি: প্রত্যেক ইউনিটের জন্য ১০০০/-(এক হাজার টাকা) ও আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত ২০০/-(দুইশত টাকা) মাত্র পরিশোধ করতে হবে। আবেদন ফি মোবাইল ব্যাংকিং সেবা 'নগদ'-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

হাজী-মোহাম্মদ-দানেশ-বিশ্ববিদ্যালয়-ভর্তি

ভর্তির যোগ্যতা

২০২৩ ও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০২১ দলের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের অয়েলা। 'A' ও 'য়' ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচ-এসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ও এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যূনতম '' গ্রেড থাকতে হবে। 


''ও' ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে এ এয় ছেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। এবং 'এ' লেভেল পাশকৃতদের জন্য 'ও' লেভেলে পাঁচটি বিষয়ে প্রয়োকটিকে কমপক্ষে ৪' গ্রেড এবং 'এ' লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে '' গ্রেড পেতে হবে।।

১। অনুষদ সম্পর্কীয় বিবরণ।

ইউনিট A

অনুষদ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত বিষয়

ডিগ্রি

আসন সংখ্যা

এগ্রিকালচার

পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত/কৃষি বিজ্ঞান

বি.এসসি এজি (অনার্স)

375

ফিশারিজ

বি.এসসি ফিসারিজ (অনার্স)

80

ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স

ডিভিএম

80

ইউনিট B

অনুষদ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত বিষয়

ডিগ্রি

আসন সংখ্যা

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

পদার্থ, গণিত ও রসায়ন

বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

60

বিএসসি, (ইঞ্জিনিয়ারিং) ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

60

বিএসসি, (ইঞ্জিনিয়ারিং) ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

60

ইঞ্জিনিয়ারিং

বি.এসসি, ইন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং

60

বি.এসসি, ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং

60

বি.এসসি, ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং

50

বি.এসসি, ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

50

ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার)

ব্যাচেলর অব আর্কিটেকচার

30

বিজ্ঞান

বি.এসসি. (অনার্স) রসায়ন

75

বিএসসি, (অনার্স) পদার্থ

75

বি.এসসি. (অনার্স) গণিত

80

বি.এসসি. (অনার্স) পরিসংখ্যান

80

ইউনিট C

অনুষদ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত বিষয়

ডিগ্রি

আসন সংখ্যা

বিজনেস স্টাডিজ

ব্যবসায় শিক্ষা প্রশ্ন একাউন্টিংসহ অন্য যেকোন ২ টি ঐচ্ছিক বিষয়। বিজ্ঞান গ্রুপঃ পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান। মানবিক গ্রুপ। মানবিক বিভাগের

বি.বি.এ. ইন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমূষ

70

বিবিএ, ইন ফিন্যান্স

70

বি.বি.এ, ইন ম্যানেজমেন্ট

70

বি.বিএ, ইন মার্কেটিং

70

ইউনিট D

অনুষদ

উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশকৃত বিষয়

ডিগ্রি

আসন সংখ্যা

সোস্যাল সায়েন্স এক হিউম্যানিটিজ

সকল গ্রুপের (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) ছাত্র/ছাত্রীর জন্য প্রযোজ্য।

বি.এ (অনার্স) ইংরেজী

70

বি.এস.এস (অনার্স) অর্থনীতি

70

বি.এস.এস (অনার্স) সমাজ বিজ্ঞান

60

বি.এস.এস (অনার্স) ডেভেলপমেন্ট স্টাডিজ

40

কোটা ভর্তির আসন সংখ্যা

মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১%, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ১%, সরকারী নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মোট ৫ টি আসন এবং বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৮০ টি আসন সংরক্ষিত থাকবে।

অনলাইনে আবেদন করার নিয়ম

অনলাইনের (Online) মাধ্যমে: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

ai Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা Payment প্রদানে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য Transaction ID টি উল্লেখ করে admission@hstu.ac.bd এ যোগাযোগ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম

ক) আবেদনকারীগণ আগামী ১৩/০৪/২০২৫ তারিখ থেকে শুরু করে পরীক্ষা শুরুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://hstu.ac.bd/admission/index) থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির সফটকপি (JPEG Format, ফাইল সাইজ ৫০ কিলো বাইটের মধ্যে) আপলোড করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই (০২) কপি ছবি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।

খ) প্রবেশপত্র ডাউনলোড করে ৪৪ সাইজ অফসেট পেপারে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত পরিদর্শকের সম্মুখে Student Signature এর উপরে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোন আবেদনকারীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য

  • ভর্তি পরীক্ষার তারিখ: ২১/০৪/২০২৫ থেকে ২৪/০৪/২০২৫ পর্যন্ত (বিস্তারিত সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে)।

  • ভর্তির তারিখ: পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।

  • প্রশ্নপত্র: প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে। তবে ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিতে চাইলে তাকে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে তা উল্লেখ করতে হবে, যা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ করার সময় আবেদনকারীর নিকট দৃশ্যমান হবে।

পরীক্ষা পদ্ধতি

ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী পদ্ধতিতে (MCQ) অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। উত্তরপত্র শীটে বিশেষ কোটার জন্য নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও মূল্যায়ন

১৫০ নম্বরের (শুধুমাত্র ব্যাচেলর অব আর্কিটেকচার এর জন্য ২০০ নম্বর) উপর মেধাস্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে। তন্মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর (MCQ) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত গ্রেড (চতুর্থ বিষয়সহ) অনুসারে যথাক্রমে ৪০% ও ৬০% ৫০ নম্বর (মোট ১৫০ নম্বর) থাকবে। ব্যাচেলর অব আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ নম্বরের মুক্ত হস্তে Drawing সহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাস্কোর করা হবে। উল্লেখ্য যে ড্রইং পরীক্ষায় পাশ- নম্বর হিসাবে কমপক্ষে ১৫ পেতে হবে।

ইউনিট ভিত্তিক লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন

ইউনিট A

পরীক্ষার বিষয়

নম্বর বন্টন

পদার্থ

25

রসায়ন

25

জীববিজ্ঞান 

25

ইংরেজি

25

ইউনিট B

পরীক্ষার বিষয়

নম্বর বন্টন

পদার্থ

25

রসায়ন

25

গণিত

25

ইংরেজি

25

ইউনিট C (ব্যবসায় শিক্ষা)

পরীক্ষার বিষয়

নম্বর বন্টন

বিজনেস ম্যানেজমেন্ট

25

একাউন্টিং

25

ইংরেজী

25

সাধারন জ্ঞান

25

ইউনিট C (বিজ্ঞান/মানবিক)

পরীক্ষার বিষয়

নম্বর বন্টন

বাংলা

40

ইংরেজী

40

সাধারন জ্ঞান

20

ইউনিট D

পরীক্ষার বিষয়

নম্বর বন্টন

বাংলা

25

ইংরেজী

50

সাধারন জ্ঞান

25

পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশাবলী

  • ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস (যেমন- ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন ইত্যাদি) নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

  • সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটায় ভর্তির জন্য পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।

  • বিভিন্ন অনুষদের বিভিন্ন বিষয়ে পছন্দক্রম (Choice Form) ফরম ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তির পূর্বে অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে। নতুবা ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

  • ১৩ ইউনিটের ক্ষেত্রে মোট আসনের ৬০% বাণিজ্য এবং ৪০% বিজ্ঞান/মানবিক বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য এবং 'চ' ইউনিটের ক্ষেত্রে মোট আসনের ৬০% মানবিক এবং ৪০% বিজ্ঞান/বানিজ্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে।

  • ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) যথাসময়ে প্রকাশ করা হবে। মোবাইল ফোন ব্যবহার করেও তথ্য জানা যাবে।

  • ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমানিত হলে আবেদনটি সরাসরি বাতিল হবে।

  • বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যে কোন আইন সংশোধন, সংযোজন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

যোগাযোগের ঠিকানা

 ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য কোন তথ্য জানতে চাইলে 01729266246, 01822026222, 01515256810 হটলাইনে এবং admission@hstu.ac.bd তে যোগাযোগ করা যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url