হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

 হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভার্সনে (ন্যাশনাল কারিকুলাম) নিম্নবর্ণিত শ্রেণিসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

হালিশহর-ক্যান্টনমেন্ট-পাবলিক-স্কুল-এন্ড-কলেজ-ভর্তি

আবেদনের সময়সীমা ০৫ নভেম্বর ২০২৫, বুধবার থেকে ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১২ ঘটিকা। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী/অভিভাবকগণকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:


শ্রেণি

ভার্সন

আসন/শাখা

কেজি

বাংলা ও ইংরেজি

শূন্য শাখা

১ম

বাংলা

নতুন ও শূন্য শাখা

২য়

বাংলা

নতুন শাখা

৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম

বাংলা

নতুন ও শূন্য শাখা

ইংরেজি

শূন্য আসন

৮ম

বাংলা

নতুন শাখা

৯ম

বাংলা ও ইংরেজি

শূন্য আসন


সাক্ষাৎকার পর্বে প্রদর্শন করতে হবে 

সাধারণ শিক্ষার্থী

  • প্রবেশপত্র।

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূলকপি।

  • পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ/পাশের সনদ (মূলকপি)।

সামরিক কোটার শিক্ষার্থী (সামরিক/ বেসামরিক/এল পি আর/অবসরপ্রাপ্ত)

  • প্রবেশপত্র।

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূলকপি।

  • পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ/পাশের সনদ (মূলকপি)।

  • ইউনিট অধিনায়কের প্রত্যয়নপত্র, সামরিক/বেসামরিক আইডি কার্ড।

  • বর্তমান চাকুরিস্থল (ইউনিট ও অবস্থান) র‍্যাংক, সার্ভিস বই, খালাসি বই।

ছাত্র-ছাত্রীদের বয়স

বয়স: ০১-০১-২০২৬ তারিখে কেজি শ্রেণির জন্য বয়স ৫+, ১ম শ্রেণির জন্য বয়স ৬+, ২য় শ্রেণির জন্য বয়স ৭+. ৩য় শ্রেণির জন্য বয়স ৮+ হতে হবে, ৪র্থ শ্রেণির জন্য বয়স ৯+ হতে হবে, ৫ম শ্রেণির জন্য বয়স ১০+ হতে হবে এবং অন্যান্য শ্রেণি সরকারী বিধি মোতাবেক।

ভর্তি এবং আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়া: প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.hcpsc.edu.bd) ভিজিট করে Online Admission এ ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। লটারি ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য/সময়সূচি ওয়েবসাইট (www.hcpsc.edu.bd) ও নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার সময় সূচি

২০২৬ শিক্ষাবর্ষের নিম্মোক্ত শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য সময় সূচি, লিখিত পরীক্ষার মানবন্টন ও সাক্ষাৎকার পর্বের সূচি প্রদান করা হলো:


শ্রেণি

ভার্সন

পরীক্ষার তারিখ

সময়

ভর্তির তারিখ

কেজি

বাংলা

০৬/১২/২০২৫, শনিবার

সকাল-০৮:৩০টা

৯/১২/২০২৫ মঙ্গলবার

দুপুর: ১২:০০টা

ইংরেজি

দুপুর-১:০০টা

প্রথম

বাংলা

সকাল-০৮:৩০টা

দ্বিতীয়

বাংলা

১২/১২/২০২৫, শুক্রবার

সকাল-০৯:০০টা

২২/১২/২০২৫ সোমবার

তৃতীয়

বাংলা

ইংরেজি

দুপুর- ১২:০০টা

চতুর্থ

বাংলা

সকাল-০৯:০০টা

ইংরেজি

দুপুর- ১২:০০টা

পঞ্চম

বাংলা

১৪/১২/২০২৫, রবিবার

সকাল-০৯:০০টা

ইংরেজি

দুপুর- ১২:০০টা

ষষ্ঠ

বাংলা

সকাল-০৯:০০টা

২৩/১২/২০২৫ মঙ্গলবার

ইংরেজি

দুপুর- ১২:০০টা

সপ্তম

বাংলা

১৫/১২/২০২৫ সোমবার

সকাল-০৯:০০টা

ইংরেজি

দুপুর- ১২:০০টা

অষ্টম

বাংলা

সকাল-০৯:০০টা

২৪/১২/২০২৫ মঙ্গলবার

ইংরেজি

দুপুর- ১২:০০টা

নবম

বাংলা

সকাল-০৯:০০টা

ইংরেজি

দুপুর- ১২:০০টা


বি.দ্র: ভর্তি সংক্রান্ত যেকোন আপডেট পেতে নিয়মিত ওয়েবসাইট (www.hcpsc.edu.bd) ভিজিট করুন।

লিখিত পরীক্ষার মানবণ্টন

কেজি ও ১ম শ্রেণির সাক্ষাৎকার পর্বে যাচাই প্রক্রিয়া/ওয়ার্ক সিটের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শ্রেণি অনুযায়ী মৌলিক বিষয় ও সাধারণ যোগ্যতামূলক বিষয়ের উপর প্রস্তুতি থাকতে হবে।


শ্রেণি

সময়

বিষয়

নম্বর

২য়, ৩য়, ৪র্থ

১ঘন্টা

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান

৫০

৫ম, ৬ষ্ঠ, ৭ম,৮ম,৯ম

২ঘন্টা

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান

১০০


বি.দ্র:  ক) প্রতি বিষয়ে আলাদাভাবে পাস নম্বর ৪০% প্রযোজ্য হতে পারে। খ) ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।


হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার আলো ছড়ানোর এক অনন্য প্রতিষ্ঠান। চট্টগ্রামের অন্যতম সুপরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের দীক্ষা দেয় তার শিক্ষার্থীদের। এখানকার শিক্ষক-শিক্ষিকারা তাদের নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আধুনিক শিক্ষাব্যবস্থা, সুশৃঙ্খল পরিবেশ, এবং সহপাঠ কার্যক্রমের সমন্বয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আজ এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এখানে ভালো ফলাফল অর্জন করে দেশ-বিদেশে নিজেদের দক্ষতার প্রমাণ রাখছে। কেবল পাঠ্যজ্ঞান নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও নেতৃত্বের গুণাবলিও এখানে সমানভাবে গুরুত্ব পায়।


এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়এটি  ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন, পরিশ্রম ও সাফল্যের প্রতীক। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিটি শিক্ষার্থীই এই পরিবারের গর্ব, যারা নিজেদের আলোকিত করে সমাজ ও দেশকে আলোকিত করতে এগিয়ে যাচ্ছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url