৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজসমূহে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৬

 ক্যাডেট কলেজসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সংবিধিবদ্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯টি এবং মেয়েদের ০৩টি সহ সর্বমোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২৫ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

৭ম-শ্রেণিতে-ক্যাডেট-কলেজসমূহে-ভর্তি

ক্যাডেট কলেজ আবেদন করার সময়সূচি

০৫ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকার মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ক্যাডেট কলেজ পরীক্ষা পদ্ধতি

ধাপ/পরীক্ষা

তারিখ

সময়

বিষয় এবং নম্বর

লিখিত পরীক্ষা

০৪ জানুয়ারি ২০২৬ (শনিবার)

১০:০০-১৩;০০ ঘটিকা পর্যন্ত

ইংরেজী-১০০, গণিত-১০০, বাংলা-৬০ এবং সাধারণ জ্ঞান-৪০


মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধা তালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

ক্যাডেট কলেজ প্রার্থীর যোগ্যতা

ক। জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

খ। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ। বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হবে। 

ঘ। শারীরিক যোগ্যতা: 

(১) উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।

(২) সুস্থ্যতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।

(৩) দৃষ্টি শক্তি:


চশমাবিহীন

চশমাসহ

মন্তব্য

এক চক্ষুতেঃ ৬/১২

অন্য চক্ষুতে: ৬/১৮

এক চক্ষুতেঃ ৬/৬

অন্য চক্ষুতেঃ ৬/৬

চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এর অধিক হবেনা। এ্যাসটিগম্যাটিজম এর ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে।


ক্যাডেট কলেজ অযোগ্যতা 

নিম্নলিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি প্রক্রিয়ার যে কোন ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবেঃ


ক। পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে।

খ। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।

গ। গ্রস নকনী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Color Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight)।

ঘ। Fever), যক্ষ্মা (Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness), যেকোনো প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমোফাইলিয়া (Haemophilia),

রেপটোম্যানিয়া (Kleptomaniac), বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে।

ঙ। স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

ক্যাডেট কলেজ লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ

 প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগের নম্বর। লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা এবং যোগাযোগের নম্বরসমূহ নিম্নরুপ। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং আবেদন ফরম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্র পরিবর্তন যোগ্য নয়ঃ


পরীক্ষা কেন্দ্রের নাম

পরীক্ষার্থীর প্রকার

দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজ

প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা

যোগাযোগের নম্বর

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

ফৌজদারহাট ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ডাকঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম-৪৩১৬


01727005060

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

ছেলে


ছেলে

ঝিনাইদহ ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ডাকঃ ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ-৭৩০১

01769556515

বিএন স্কুল এন্ড কলেজ, খুলনা

ছেলে ও মেয়ে

শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ (ক্যাম্পাস স্কুল), ঝিনাইদহ

মেয়ে

মির্জাপুর ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

মির্জাপুর ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, মির্জাপুর ক্যাডেট কলেজ ডাকঃ মির্জাপুর ক্যাডেট কলেজ, টাঙ্গাইল-১৯৪২

01769095177

সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

ছেলে ও মেয়ে

রাজশাহী ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

রাজশাহী ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, রাজশাহী ক্যাডেট কলেজ ডাকঃ সারদা, রাজশাহী-৬২৭১

01712101100

শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

মেয়ে

সিলেট ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

সিলেট ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, সিলেট ক্যাডেট কলেজ ডাকঃ সিলেট ক্যাডেট কলেজ, সিলেট-৩১০১

01878013702

ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা

মেয়ে

রংপুর ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

রংপুর ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, রংপুর ক্যাডেট কলেজ ডাকঃ রংপুর ক্যাডেট কলেজ, রংপুর-৫৪০৪

01774020999

রংপুর ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ

ছেলে ও মেয়ে

দি মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ, রংপুর

ছেলে ও মেয়ে

বরিশাল ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

বরিশাল ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, বরিশাল ক্যাডেট কলেজ ডাকঃ বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল-৮২১৬

01730445567

পাবনা ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

পাবনা ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ ডাকঃ পাবনা ক্যাডেট কলেজ, পাবনা-৬৬০০

01743773254

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর, ঢাকা সেনানিবাস

মেয়ে

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সেনানিবাস

ছেলে

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

মেয়ে

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ডাকঃ ময়মনসিংহ, ময়মনসিংহ-২২০০


01329640490

ময়মনসিংহ ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ

ছেলে

কুমিল্লা ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

কুমিল্লা ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, কুমিল্লা ক্যাডেট কলেজ ডাকঃ কোটবাড়ী, কুমিল্লা-৩৫০৩

01771737428

শালবন মাধ্যমিক বিদ্যালয়

ছেলে

ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

ফেনী গার্লস ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ডাকঃ ফেনী, ফেনী-৩৯০০

01318319139

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

ছেলে ও মেয়ে

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

অধ্যক্ষ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ডাকঃ জয়পুরহাট, জয়পুরহাট-৫৯০০

01772800382

বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া

ছেলে ও মেয়ে


বিশেষ দ্রষ্টব্যঃ যোগাযোগের নম্বরসমূহ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ০৮:০০-১৭:০০ ঘটিকা পর্যন্ত সচল থাকবে।

ক্যাডেট কলেজ ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্রের তালিকা নিম্নরুপঃ

ক। প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী/প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী/ সমমান পরীক্ষার সত্যায়িত সনদপত্র। ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীর ক্ষেত্রে ৫ম/সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

খ। প্রার্থীর জন্ম নিবন্ধন/জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

গ। প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

ঘ। প্রার্থীর পিতা ও মাতা/অভিভাবক উভয়ের জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট এবং পাসপোর্ট (যদি থাকে) সত্যায়িত ফটোকপি (জাতীয় পরিচয়পত্র না থাকলে যুক্তিযুক্ত কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র)।

ঙ। প্রধান শিক্ষক কর্তৃক ৬ষ্ঠ অথবা সমমানের (যেকোনো মাধ্যম) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং রোল নম্বর উল্লেখপূর্বক

সনদপত্র। পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষক কর্তৃক এই মর্মে সনদ প্রদান করতে হবে যে, '(নাম) .............. রোল নং............... অত্র স্কুলে ৬ষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজী) এবং পরীক্ষায় কৃতকার্য হবে'। .......... মাধ্যম/ভার্সন-এ অংশগ্রহণ করেছে

চ। অনলাইন আবেদনপত্রে Upload করা ছবির অনুরূপ ১০পাসপোর্ট সাইজ (রঙ্গিন) ছবি।

বিশেষ দ্রষ্টব্যঃ সত্যায়িত ফটোকপি'তে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিসিয়াল সীল ব্যবহার করতে হবে।

ক্যাডেট কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর অন্যান্য প্রার্থীর জন্য স্তবক-৭ এবং বিভিন্ন ক্যাটাগরীর প্রার্থীর জন্য স্তবক-৭ ও ৮ এর চাহিদাকৃত কাগজপত্র ১৫০১০' খামের উপরে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীর ইনডেক্স নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় (স্তবক-৬ দ্রষ্টব্য) রেজিষ্টার্ড ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌছাতে হবে।

ক্যাডেট কলেজ ভর্তির আবেদনপত্র পূরণের পদ্ধতি

নিম্নলিখিত ধাপসমূহ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে সম্পন্ন করে আবেদনপত্র পূরণ করতে পারবেনঃ

ক। www.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটের Home Page এ 'Admission' Menu ক্লিক করতঃ প্রদর্শিত 'Welcome to Cadet Colleges Online Admission -2026' এর স্ক্রীনে 'Apply Now' বাটনে ক্লিক করতে হবে অথবা https://cadetcollegeadmission.army.mil.bd এর মাধ্যমে সরাসরি 'Apply Now' বাটনে ক্লিক করতে হবে।

খ। 'Apply Now' বাটনে ক্লিক করলে 'Sign Up' মেন্যু প্রদর্শিত হবে। 'Sign Up' মেন্যুতে প্রার্থীর নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড (পরবর্তীতে ব্যবহারযোগ্য), ই-মেইল এবং সঠিক জন্ম তারিখ এন্ট্রি করতঃ 'Sign Up' বাটনে ক্লিক করতে হবে। ন্যূনতম বয়সসীমার মধ্যে হলে প্রার্থী উপযুক্ত (Eligible) বিবেচিত হবে এবং 'Sign Up' সম্পন্ন হবে। 'Sign Up' সম্পন্ন হলে মোবাইল নম্বরের মাধ্যমে User ID এবং Password প্রাপ্ত হবে। User ID এবং Password প্রাপ্ত হলে 'Log In' বাটনে ক্লিক করে User ID এবং Password ব্যবহার করে 'Log In' করতে হবে।

গ। 'Log In' করার পর 'Payment' মেন্যু প্রদর্শিত হবে। 'Payment' মেন্যুতে প্রদর্শিত bKash, Trust Bank (tap), SSL Commerz (সকল প্রকার Credit/Debit/Wallet), Nagad এবং Rocket (DBBL Nexus pay এবং সকল DBBL Payment) এর মধ্য থেকে যে কোনো একটি মাধ্যমে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা (অফেরতযোগ্য) সফলভাবে অনলাইন পেমেন্ট সম্পন্ন (Payment Successful) করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।

ঘ। সম্পূর্ণ ফরমটি ০৬টি ধাপ (Step) এ বিভক্ত রয়েছে, যা প্রার্থী কর্তৃক প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে পুরণ করতে হবে। উক্ত ধাপসমূহের মধ্যে যে সকল Attachment আপলোড করতে হবে, তা অবশ্যই স্ব-স্ব Attachment এর সাইজ নির্দিষ্ট ফরমেট অনুযায়ী (অনলাইন ফরমে প্রদর্শিত) হতে হবে।

ঙ। আবেদনপত্রের ০৬টি ধাপ (Step) সঠিকভাবে সম্পন্ন করার পর 'Application Preview' বাটনে ক্লিক করে সকল তথ্য সঠিকভাবে যাচাই করতঃ সঠিকতা সাপেক্ষে ফরমটি 'Final Submit' দিতে হবে। 'Final Submit' এর পর প্রার্থী কর্তৃক কোন তথ্য পরিবর্তন করা সম্ভব হবে না। Final Submit এর পর 'Print Application Form' বাটনে ক্লিক করে আবেদনফরমটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, স্ক্রীনে প্রদর্শিত সময়ের মধ্যে প্রার্থী কর্তৃক ফরমটি Final Submit না করলেও যদি ০৬টি ধাপ (Step) এর সকল তথ্যাদি সম্পূর্ণ ও সঠিক হয়, তাহলে বরাদ্দকৃত সময় অতিবাহিত হওয়ার পর ফরমটি স্বয়ংক্রিয়ভাবে Final Submit হয়ে যাবে। উল্লেখ্য, কোন প্রার্থীর তথ্য অসম্পূর্ণ থাকলে নির্দিষ্ট সময়ের পর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হিসেবে গণ্য হবে।

চ। উল্লেখ্য, User ID এবং Password পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলোড এবং প্রার্থীর আবেদন সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য প্রয়োজন হবে বিধায় অবশ্যই তা সংরক্ষণ করতে হবে ('Sign Up' এর সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি User ID এবং প্রদত্ত পাসওয়ার্ড ই Password হিসেবে ব্যবহৃত হবে)। প্রার্থী কর্তৃক ফরমটি Final Submit করার পূর্ব সময় পর্যন্ত প্রদত্ত পাসওয়ার্ডটি যেকোনো সময় Change Password বাটনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। তবে, Final Submit করার পরে প্রার্থী কর্তৃক কোন তথ্যই পরিবর্তন করা যাবে না বিধায় ফরম পূরণের সময় যথাযথ/নিশ্চিতভাবে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হলো। যদি প্রার্থী কর্তৃক তার Password হারিয়ে ফেলে সেক্ষেত্রে প্রার্থীর নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কলেজের ই-বুথ (E-Booth) এর সাথে যোগাযোগ করতে হবে।

ছ। প্রবেশপত্র সংগ্রহ। আবেদন ফরম পূরণের শেষ তারিখ অতিবাহিত হওয়ার পর আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে পরীক্ষার পূর্বের দিন পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট/ডাউনলোড করতে পারবে। User ID এবং Password এর মাধ্যমে Login করে Print Admit Card বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

জ। চাহিদাকৃত কাগজপত্র প্রেরণ। সফলভাবে অনলাইন আবেদনপত্র পূরণ শেষে স্তবক-৯ এর নির্দেশনা অনুযায়ী চাহিদাকৃত কাগজপত্র প্রেরণ/জমা করতে হবে।

E-booth Outlet এর মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা

ক্যাডেট কলেজ কর্তৃক স্থাপিত 'E-booth Outlet' এর মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা। প্রার্থী এবং অভিভাবকগণের সুবিধার্থে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য দেশের প্রতিটি ক্যাডেট কলেজে একটি করে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি 'E-booth Outlet' থাকবে। যেকোনো 'E-booth Outlet' এ উপস্থিত হয়ে যেকোনো পরীক্ষা কেন্দ্রের জন্য যেকোনো প্রার্থী কর্তৃক Online এ আবেদন করা যাবে। প্রতিটি 'E-booth Outlet'-এ আবেদন ফি জমা দেয়ার ব্যবস্থা থাকবে। ক্যাডেট কলেজের 'E-booth Outlet' ০৫ নভেম্বর ২০২৫ তারিখ হতে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ১৭:০০ ঘটিকা পর্যন্ত চালু থাকবে।

ক্যাডেট কলেজ ভর্তি সিলেবাস

 www.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটের 'Notice' এ পাওয়া যাবে।

ক্যাডেট কলেজ ত্রুটিপূর্ণ আবেদনপত্র

স্তবক-৭ এবং ৮ (যার জন্য যা প্রযোজ্য) এ চাহিদাকৃত কাগজপত্রের ঘাটতি গ্রহণযোগ্য নয়। ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে চাহিদাকৃত কাগজ-পত্রাদি প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে জমা করতে ব্যর্থ হলে আবেদনপত্র ত্রুটিপূর্ণ/বাতিল হিসেবে গণ্য করা হবে।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল

পরীক্ষার মাধ্যম। বাংলা/ইংরেজি যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। ফেব্রুয়ারি ২০২৬ মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি শুধুমাত্র www.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটে এবং ক্যাডেট কলেজসমূহে প্রকাশ করা হবে।

সশস্ত্র বাহিনীতে যোগদান

ক্যাডেট কলেজে শিক্ষা শেষে ক্যাডেটদের সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার পদে নির্বাচনী পরীক্ষায় অগ্রাধিকার দেয়া হয়। এক্ষেত্রে ক্যাডেটদের ISSB পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলে সশস্ত্র বাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক।

ক্যাডেট কলেজ ভর্তি বিশেষ নির্দেশাবলী

  • অনলাইনে আবেদনপত্র পূরণের পূর্বে ভালোভাবে ভর্তি বিজ্ঞপ্তিটি পড়ে নিন এবং www.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটের 'Admission Menu' এর Suggestion Box সমূহে 'How to Apply' 'Payment Guideline' 'Category 'Link এ ক্লিক করে বিস্তারিত নির্দেশনা জেনে নিন।

  • প্রার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে আবেদনপত্র পূরণ ও ছবি আপলোড করে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

  • অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ে সঠিক তথ্য প্রদান করুন, যাতে পরবর্তী সময়ে চাহিদাকৃত কাগজপত্রের সাথে তথ্যের মিল থাকে।

  • আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে চাহিদাকৃত কাগজপত্র প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট  কলেজে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে।

  • আবেদন ফরম পূরণের সময় প্রার্থী কর্তৃক পরীক্ষার কেন্দ্র নির্বাচনের সময় সঠিক ও সাবধানতা অবলম্বন করতে হবে। যে কেন্দ্র নির্বাচন করা হবে সে কেন্দ্র ব্যতিত অন্য কোন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। এছাড়াও পরীক্ষার্থীর জেন্ডার (লিঙ্গ), পরীক্ষার ভার্সন (বাংলা/ইংরেজি) এবং অন্যান্য আবশ্যিক তথ্য সাবধানতার সঙ্গে পূরণ করতে হবে, আবেদন সাবমিট করার পর এ সকল তথ্য পরিবর্তন যোগ্য নয়।

  • চাহিদাকৃত কাগজপত্রের ঘাটতি, ত্রুটিপূর্ণ কাগজপত্র অথবা তথ্যের গড়মিলের জন্য কর্তৃপক্ষ যেকোনো আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

  • দ্বিতীয়বার পরীক্ষায় অবতীর্ণ হওয়া প্রমাণিত হলে যেকোনো সময়ে এমনকি ভর্তির পরেও প্রার্থীতা বাতিল করা হবে।

  • ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের সাথে স্তবক-৬ এ উল্লেখিত মোবাইল নম্বরে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ১৭:০০ ঘটিকার মধ্যে যোগাযোগ করা যাবে।

  • প্রার্থীকে পরীক্ষার দিন সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে প্রবেশপত্রসহ (সংশোধন করা হলে সর্বশেষ সংশোধনকৃত) পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

  • আবেদনপত্র ফি ২,৫০০/- সঠিকভাবে জমা দেওয়ার পরেই আবেদনটি গৃহীত হবে। সঠিকভাবে আবেদন ফি জমা না হলে আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।

  • সফলভাবে আবেদনপত্র ফি জমা দেয়ার ১২ ঘন্টার মধ্যে কনফার্মেশন এসএমএস পাওয়া না গেলে যে মাধ্যমে (Operator) ফি জমা করেছেন, সেই মাধ্যমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

  • সফলভাবে আবেদনপত্র ফি জমা দেয়ার পর আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখের পর প্রবেশপত্র পাওয়া না গেলে ক্যাডেট কলেজের যেকোনো 'E-booth Outlet' কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।

  •  ভর্তি সংক্রান্ত পরবর্তী সকল ফলাফল/তথ্য শুধুমাত্র www.cadetcollege.army.mil.bd ওয়েব সাইটে এবং ক্যাডেট কলেজসমূহে প্রকাশ করা হবে।

  • সার্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সকল পরীক্ষার্থীর সাথে শুধুমাত্র ০১ জন অভিভাবক আগমনের জন্য অনুরোধ করা হলো।

  • বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসসি), নির্ঝর, ঢাকা সেনানিবাস এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের প্রার্থীগণকে ভাষানটেক প্রবেশ গেইট দিয়ে গমনাগমন করার জন্য অনুরোধ করা হলো।


ক্যাডেট কলেজ অনলাইনে আবেদনের ওয়েবসাইট: www.cadetcollege.army.mil.bd


ক্যাডেট কলেজ আবেদনের সময়সীমা: ০৫ নভেম্বর ২০২৫ তারিখ, সকাল ০৮:০০ ঘটিকা হতে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকা পর্যন্ত


ক্যাডেট কলেজ লিখিত পরীক্ষার তারিখ: ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০:০০-১৩:০০ ঘটিকা


বিশেষ দ্রষ্টব্যঃ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) আওতাভূক্ত পরিচয় নিশ্চিতকল্পে অবশ্যই চাহিদাকৃত কাগজপত্রসহ যেকোনো ক্যাডেট কলেজ অথবা ঢাকা আর্মি স্টেডিয়ামে স্থাপিত 'E-booth Outlet' এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা নির্ধারিত থাকায় পূর্বে আবেদনকারী অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং আবেদন ফরম পূরণ করার পর পরীক্ষা কেন্দ্র পরিবর্তন যোগ্য নয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url