গুগল একাউন্ট কি? গুগল একাউন্ট খোলার নিয়ম ও সুবিধা

বর্তমানে চলমান যুগটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ, তাই আমাদেরকেও নূন্যতম একটি জ্ঞান রাখা দরকার তথ্য ও প্রযুক্তি সম্পর্কে। আর সেই জ্ঞান আহরণের জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো ইন্টারনেট তথা গুগল।

গুগল-একাউন্ট-কি-গুগল-একাউন্ট-খোলার-নিয়ম

এখন প্রায় সময় গুগলের কিছু সার্ভিস কিংবা ইন্টারনেটে ভিন্ন কারণে গুগল একাউন্ট তথা জিমেইলের প্রয়োজন হতে পারে। গুগল অ্যাকাউন্ট হল আপনার গুগল এর সমস্ত পণ্য এবং পরিষেবা ব্যবহার করার চাবিকাঠি, যার মধ্যে অনেকগুলি বিনামূল্যে৷ একটি গুগল অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা একটি দ্রুত প্রক্রিয়া, তবে আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে৷ 

পেজ সূচিপত্রঃ গুগল একাউন্ট কি? গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানুন

গুগল একাউন্ট কি

গুগল একাউন্ট হলো গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সমন্বয়ে তৈরি একাউন্ট। গুগল একাউন্ট  এমন একটি আইডি বা ঠিকানা যাকে ব্যাবহার করে আমরা বিশ্বের সব থেকে বড় এই কোম্পানির সমস্ত সার্ভিস বা পরিষেবা কে ব্যাবহার করতে পারবো। একটি গুগোল একাউন্ট সাধারণত আমাদের কাছে জিমেইল নামে বেশি পরিচিত।

গুগল একাউন্ট এর সুবিধাসমূহ

বর্তমানে অনলাইন সার্ভিস নিতে হলে গুগল একাউন্ট থাকতেই হবে। তা নিজে সার্ভিস গ্রহণ করার আর সার্ভিস প্রদান করেন। যাই করেন। ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। একটি ইমেইল আইডি দিয়ে কি কি করতে পারবেন।তা আসুন দেখে নিই

  •  ইউটিউবে ভিডিও দেখতে চান, গুগল একাউন্ট লাগবে।
  •  ইমেইলে তথ্য আদান-প্রদান করতে চান, গুগল একাউন্ট লাগবে।ব্লগারে ব্লগিং করতে চান, গুগল একাউন্ট লাগবে।
  • গুগল ম্যাপ, গুগল এডসেন্স, গুগল ফটোস, গুগল সার্চ কনসোল, গুগল এনালিটিক্স, গুগল ওয়ান ইত্যাদি সার্ভিস নিতে গুগল একাউন্ট থাকতেই হবে।এছাড়াও গুগল ব্লগারের আরেকটি সুবিধা হলো ফ্রি ক্লাউড স্টোরেজ।
  • ওয়ার্ডপ্রেস সিএমএইস ব্যবহার করলে হোস্টিং বা স্টোরেইজ কিনতে হয়। গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন।
  • মোবাইল কম্পিউটারসহ যেকোনো ডিভাইস গুগল ড্রাইভ ব্যবহার করা যায়। আবার গুগল ড্রাইভ করলে বিনামূল্যে ফাইল সংরক্ষণ করতে পারবেন।
  • প্রতিটি গুগল একাউন্ট এর সাথে ফ্রি স্টোরেইজ থাকে। একটি গুগল একাউন্ট দিয়ে ১৫ জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন।

গুগল একাউন্ট খুলতে কি কি দরকার

নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে। একটি একাউন্ট খুলতে কি কি লাগে। এবং গুগল একাউন্ট খুলার উপায় জানবো আমাদের আজকের পোস্টে। গুগল একাউন্ট খুলতে কি কি দরকার এ সম্পর্কে নিচে দেওয়া হল-

  • গুগল একাউন্ট খোলার সময় বিভিন্ন ব্যাক্তিগত তথ্য, যেমনঃ নাম, লিঙ্গ, জন্মতারিখ, ইত্যাদি প্রদানের প্রয়োজন হয়।
  • ভেরিফিকেশনের উদ্দেশ্যে গুগল একাউন্ট খোলার সময় মোবাইল নাম্বারও চাওয়া হয়, যা একাউন্টের সাথে যুক্ত করা যায় রিকভারি মোবাইল নাম্বার হিসেবে।
  •  গুগল একাউন্ট খুলতে হলে বয়স অবশ্যই ১৩বছর বা তার বেশি হতে হবে।

গুগল একাউন্ট খোলার সঠিক নিয়ম

আপনার মোবাইলে জিমেইল কিংবা গুগল একাউন্টের সাথে সাইন ইন না থাকার কারণে এমনটা হচ্ছে। আপনি ডাউনলোড করতে পারছেন না কোনো মোবাইল অ্যাপস এবং কি আপনার মোবাইল সেটটি আপডেটও দিতে পারছেন না। কি একটা বিরক্তকর অবস্থা, তাই না? আপনি কিন্তু ইচ্ছা করলেই কয়েক মিনিটের ভিতর এই বিরক্তকর সমস্যা কাটিয়ে উঠতে পারেন মোবাইলের প্লে স্টোর দ্ধারেই। কিভাবে? নুতন গুগল একাউন্ট খোলার মাধ্যমে। কিভাবে নুতন ‍গুগল একাউন্ট খোলা যায়, সে নিয়ম সম্পর্কে চলুন জেনে নিই-

  •  যেকোনো ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্টের সাইন আপ পেজে প্রবেশ করুন
  •  গুগল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করতে আপনার নাম প্রদান করুন
  • গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউজারনেম দিন
  •  গুগল অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড প্রদান করুন
  •  স্ক্রিনে দেখানো সকল তথ্য সঠিকভাবে প্রদানের পর Next চাপুন
  •  এরপর আপনার ফোন নাম্বার প্রদান করুন
  • রিকভারি মেইল প্রদান করুন
  • জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
  • এরপর প্রদত্ত ফোন নাম্বারে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রদান করুন

মোবাইল ফোন ব্যবহার করে নতুন গুগল একাউন্ট

এবার শুরুতে মোবাইলের একটি ব্রাউজার ওপেন করুন। তারপরর ব্রাউজারে গিয়ে গুগল একাউন্ট তৈরি লিখে সার্চ করুন। তারপর এই পেজে প্রবেশ করুন। এবং নতুন গুগল একাউন্ট খুলব কিভাবে তা দেখুন।

  •  Settings এ প্রবেশ করুন
  • স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
  •  Add Account সিলেক্ট করুন
  • Google সিলেক্ট করুন
  • ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
  • এরপর Create Account সিলেক্ট করুন
  • ব্যক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল অ্যাকাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
  • আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
  • এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
  • Username ফিল্ডে গুগল অ্যাকাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
  • এরপর আপনার গুগল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
  • গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
  • মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
  • ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে চাইলে Next ও অ্যাড না করতে চাইলে Skip চাপুন
  • Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন। 

পাঠকের শেষ কথা

আশাকরি এই আর্টিকেলটি থেকে কীভাবে গুগল একাউন্ট খুলতে হয় সেটি জানতে পেরেছেন। উপরুক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করলে আপনার জন্য তৈরি হয়ে যাবে নতুন একটি গুগল একাউন্ট, আর উপভোগ করতে পারবেন গুগলের সকল সেবা। আশাকরি গুগল একাউন্ট খোলার নিয়ম আর্টিকেলটির মাধ্যমে সকলে সফলভাবে নিজের জন্য একটি গুগল একাউন্ট খুলতে সফল হয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url